‘নির্বাচনের মাধ্যমে দেশ রাইট ট্র্যাকে ফিরবে’: সিলেটে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক


জুলাই ০৭, ২০২৫
০১:৫৯ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৭, ২০২৫
০৫:৩০ অপরাহ্ন



‘নির্বাচনের মাধ্যমে দেশ রাইট ট্র্যাকে ফিরবে’: সিলেটে মির্জা ফখরুল


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের আলোচনা হয়েছে। আমরা আশাবাদি এ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ রাইট ট্র্যাকে ফিরবে।’

আজ সোমবার (৭ জুলাই) সিলেট সফরে এসে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, ‘লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের যে বৈঠক হয়েছে, সে বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদি এই নির্বাচনের মধ্যে দিয়ে দেশ, জাতি, গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার তা প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ রাইট ট্র্যাকে ফিরবে বলে আমরা বিশ্বাস করি।’

দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম, লড়াইয়ের কথা তুলে ধরে এসময় তিনি বলেন, ‘আমাদের প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, আমাদের কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের প্রায় ১ হাজার ৭০০ মানুষকে গুম করা হয়েছে। সেখানে আমাদের সিলেটের অত্যন্ত সাহসী নেতা ইলিয়াস আলী গুম হয়েছেন। তারপর জুলাই-আগষ্টে যেটা হয়েছে, ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে।’

তার এই সফর গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের পতনের পর একবার আমি একটি ব্যক্তিগত প্রোগ্রামে সিলেট এসেছিলাম। এরপর রাজনৈতিক কর্মসূচিতে এই প্রথম আসা। সেকারণে এ আসা গুরুত্বপূর্ণ।’ তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘যারা জুলাই আগস্টে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, যারা আহত হয়েছেন তাদের সমবেদনা জানাচ্ছি। ১৫ বছরে অনেকে শহীদ হয়েছেন, আহত হয়েছেন তাদের সকলের প্রতি আমার পক্ষ থেকে, দেশনেত্রী খালেদা জিয়ার পক্ষ থেকে এবং দেশনায়ক তারেক রহমানের পক্ষ আমাদের সম্মান ও সংহতি জ্ঞাপন করছি।’ দেশ দ্রুত গণতন্ত্রে ফিরবে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমরা আশা করছি বাংলাদেশের মানুষ যে লড়াই করেছেন, আপনাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য। তা দ্রুতই বাস্তবায়ন হবে।’

এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী কেন্দ্রীয় নেতৃবৃ্ন্দ সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছালে সিলেট বিএনপির নেতৃবৃন্দ তাদের স্বাগত জানান। পরে তারা হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করেন। 


এএফ/০১