সিলেট মিরর ডেস্ক
জুলাই ০৩, ২০২৫
০৩:২৫ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৩, ২০২৫
০৩:২৫ পূর্বাহ্ন
সিলেট নগরের রায়নগর রাজবাড়ি এলাকায় সরকারি শিশু নিবাসে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রথম বর্ষপূতি ফল উৎসবের আয়োজন করা হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ফল উৎসবে প্রধান অতিথি ছিলেন।
ফল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী কালের কণ্ঠের এ আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘সাধারণত এ ধরণের অনুষ্ঠানে আমরা অভিজাতদের নিয়ে কেক কাটতে দেখি। এটাই আমাদের নিয়ম হয়ে এসেছে। কিন্তু কালের কন্ঠ এক্ষেত্রে ব্যতিক্রম। বিগত কয়েক বছর থেকেই তারা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে উদযাপন করে। যা আমার কাছে একটি অনুকরণীয় কাজ বলে মনে হয়।’ তিনি সকল শ্রেণীর মানুষকে সমাজের এসব দিকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘অন্যরাও এটিকে অনুসরণ করতে পারে। এতে করে সমাজের যে অংশটি সুবিধাবঞ্চিত তারা উপকৃত হবে।’
কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রশংসা করে তিনি বলেন, ‘কালের কণ্ঠ দেশের শীর্ষ দৈনিকগুলোর একটি। এবার মাল্টিমিডিয়া জোর দিয়ে তারা দ্রুত সময়ের মধ্যে আলোচিত হয়ে উঠেছে। মাল্টিমিডিয়ার মাধ্যমে কালের কণ্ঠ আরো বেশি করে দেশের আনাচে কানাচে পৌছে যাবে।’