সিলেট মিরর ডেস্ক
মার্চ ৩০, ২০২৫
০২:৪৭ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ৩০, ২০২৫
০২:৪৭ পূর্বাহ্ন
কক্সবাজার এক্সপ্রেস থেকে সাড়ে ৩৩ হাজার পিস ইয়াবা উদ্ধার
কক্সবাজার এক্সপ্রেস ট্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে ঢাকা রেলওয়ে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ‘ঝ’ বগিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
ঢাকা রেলওয়ে পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১০টায় ঢাকা-কক্সবাজার রুটের ‘‘কক্সবাজার এক্সপ্রেস’’ ট্রেনের ঝ বগিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় ঢাকা রেলওয়ে পুলিশ। এসময় স্কুল ব্যাগ ভর্তি ৩৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার অনুমানিক মূল্য এক কোটি ৫০ হাজার টাকা।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ঢাকা রেলওয়ে পুলিশ।
জিসি / ০৩