দিরাই প্রতিনিধি
ফেব্রুয়ারি ০৮, ২০২৫
১১:০২ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৮, ২০২৫
১১:০২ অপরাহ্ন
সুনামগঞ্জের দিরাই উপজেলা যুবলীগ সভাপতি রঞ্জন কুমার রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে দিরাই পৌস সদরের থানা রোডে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে থাকে আটক করে দিরাই থানা পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করে দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।
তিনি সিলেট মিরর-কে বলেন, ‘গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সুনামগঞ্জ জেলা শহরে আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে আটক করা হয়েছে। তাকে সুনামগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এএইচসি-০১/এএফ-০২