বিজয় দিবস ঘিরে নাশকতার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১৯, ২০২৫
০১:৩৪ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১৯, ২০২৫
০১:৩৭ অপরাহ্ন



বিজয় দিবস ঘিরে নাশকতার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজয় দিবস ঘিরে নাশকতার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা


বিজয় দিবস নিয়ে কোন আতঙ্ক বা অস্থিরতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে গত বছরের মত এবারও কুঁচকাওয়াজ হবে না।

বুধবার (১৯ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, বিজয় দিবস আয়োজন করে থাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন-শৃঙ্খলা নিশ্চিত করে।

তিনি আরও বলেন, এবারও সবাই ভালোভাবে বিজয় দিবস উদযাপন করতে পারবে। এবারের কর্মসূচিতে কোনও পরিবর্তন নেই। শেখ হাসিনার রায় কে কেন্দ্র করে দেশে কোন অস্থিরতা নেই বলেও উল্লেখ করেন তিনি।

ভোরের কাগজের অনলাইন সম্পাদককে মধ্যরাতে ডিবি পুলিশ তুলে নেয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টা আমি এখনই শুনলাম এটি অনুসন্ধান করার পরেই বলা যাবে।

জিসি / ০২