গাজীপুরে হামলায় জড়িতদের বিচার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ০৮, ২০২৫
০৯:৩৪ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৮, ২০২৫
০৯:৩৮ অপরাহ্ন



গাজীপুরে হামলায় জড়িতদের বিচার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুরে হামলায় জড়িতদের বিচার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


গাজীপুরে হামলার ঘটনায় যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আহতদের দেখতে যান তিনি। পরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

শুক্রবার রাত ৯টার দিকে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়দের প্রতিরোধের মুখে মারামারিতে আহত হয়েছে অন্তত ১৫ জন।

এর মধ্যে ১১ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছে। গত শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়। 

আহতরা হলেন- শুভ শাহরিয়া (১৬),  ইয়াকুব (২৪), সৌরভ (২২), কাশেম (১৭), হাসান (২২), রৌহান আহমেদ (২২), ওমর হামজা (২২), ছাব্বির খান মিলন (২২), নাঈম (২১), ইয়াকিব (২৩)।

হাসপাতলে আহতদের মধ্যে সৌরভের বন্ধু পিয়াস জানায়, রাত সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আ খ ম মোজাম্মেল হকের বাড়িতে যায়। এরপর আওয়ামী লীগের লোকজন মাইকিং করে তাদের ওপর হামলা চালায়। এতে তার বন্ধুসহ অনেকেই আহত হয়।

জিসি / ০৪