জৈন্তাপুরে ২৫ বস্তা ভারতীয় চিনি সহ দুইজন আটক

জৈন্তাপুর প্রতিনিধি


নভেম্বর ০৫, ২০২৪
০১:৪৭ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৫, ২০২৪
০১:৪৮ অপরাহ্ন



জৈন্তাপুরে ২৫ বস্তা ভারতীয় চিনি সহ দুইজন আটক


জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ২৫ বস্তা ভারতীয় জব্দ করা হয়েছে। এ সময় চিনি বহন কাজে ব্যবহৃত একটি ড্রাম ট্রাক আটকের পাশাপাশি চোরাচালানে জড়িত থাকার অপরাধে দুইজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- জৈন্তাপুর উপজেলার মুক্তাপুর গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে আফজাল হোসাইন মাসুম (২১) ও একই গ্রামের জালাল আহমেদের ছেলে ইয়াসিন আহমেদ (১৯)। 

এ সংক্রান্ত পূর্বের সংবাদ:

সিলেটে এবার পরিত্যক্ত ডিআই ট্রাকে চোরাই চিনির সন্ধান!

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর থানার উপপরিদর্শক বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে রাত সোয়া একটার দিকেে উপজেলার ৪ নম্বর বাংলা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় স্থানীয় শাহীন অ্যান্ড আসিফ স্টোন ক্রাশার সংলগ্ন এলাকা থেকে একটি ড্রাম ট্রাক (সিলেট-মেট্রো-ড- ১১-০১১৪) আটক করা হয়। পরে ট্রাকে থাকা ২৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ২জনকে আসামি করে মামলা দায়ের করা হয় এবং আটক দুই আসামিকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়।



আরকেএস-০১/এএফ-০৫