নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ০৫, ২০২৪
০২:২২ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৫, ২০২৪
০১:০৩ অপরাহ্ন
সিলেটে এবার রাস্তায় পরিত্যাক্ত একটি ডিআই ট্রাক থেকে সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ৬০ বস্তা চিনি জব্দ করেছে পুলিশ। এসময় চিনি বহনকারী পরিত্যাক্ত ডিআই ট্রাকও জব্দ করা হয়।
সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সিলেটের শাহপরাণ থানাধীন মুরাদপুর বাইপাস সংলগ্ন একটি সড়ক থেকে গাড়িসহ চিনিগুলো জব্দ করে থানাপুলিশ।
পূর্বের সংবাদ: সিলেট-ঢাকা মহাসড়কে চোরাই চিনির ট্রাক জব্দ, আটক ৪ |
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- ৬০ বস্তায় ৩ হাজার কেজি চিনি ছিলো। যার বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। তবে অভিযানকালে কাউকে আটক করা যায়নি।
এএফ/০১