সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০৫, ২০২৪
০৯:৫০ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৫, ২০২৪
০৯:৫০ অপরাহ্ন
সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, ‘আমাদের প্রবাসীরা দেশের যেকোনো ক্রান্তিকালে জনগনের পাশে দাঁড়ান। একাত্তর থেকে আগস্ট বিপ্লব পর্যন্ত রাজনৈতিক সংকট বা প্রাকৃতিক দুর্যোগে তারা তাদের দেশপ্রমের পরিচয় দিয়েছেন।’
তিনি বলেন, ‘প্রবাসীদের হাতে আমাদের সিলেট অঞ্চলের অনেক উন্নয়ন হয়েছে। আগামীতে আরও হবে। স্কুল কলেজ নির্মাণ, রাস্তাঘাট সংস্কারের পাশাপাশি তারা দেশের অসহায় মানুষের পাশেও নির্ভরতার প্রতিক হয়ে দাঁড়িয়েছেন। অতীতের মতো বর্তমানেও তার অসংখ্য উদাহরণ আমাদের আশা জাগায়। আমরা তাদের সবসময় ধন্যবাদ ও কৃতজ্ঞতার সাথেই প্রবাসিদের অবদান স্মরণ করি।’
আজ শনিবার (৫ অক্টোবর) দুপুরের দিকে বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ফ্রান্স বিএনপির অনুদান প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত বিয়ানীবাজার উপজেলা যুবদল নেতা রুবেল আহমদকে দেওয়া ফ্রান্স বিএনপি পরিবারের ১ লাখ টাকা অনুদান প্রদানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জামিল আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন মেম্বার।
ফ্রান্স বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন, রাসেল আহমেদ, শিব্বির আহমেদ, সুমন আহমেদ, সাহেদ আহমেদ, আক্তার হোসেন, নাজিম আহমদ, খাদির আহমদ, জিয়াউর রহমান, রুবেল আহমেদ, অলিউর রহমান, জাকির হোসেন, সাকিল আহমদ, লিটন আহমদসহ অন্যান্যে নেতৃবৃন্দ।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম এ হাসনাত জামিলের পরিচালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহসভাপতি আতাউর রহমান, যুগ্ম সম্পাদক গিয়াসউদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমেদ, প্রচার সম্পাদক ফয়েজ আহমেদ, ছাত্রদলের সহসাধারণ সম্পাদক আহসান জামিল, যুগ্ম সম্পাদক এনামুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক রেদোয়ান হোসেন, রাজিন আহমেদ, ওলিউর রহমান, মুন্না আহমেদ, শহীদুল ইসলাম, ফাহিম আহমেদ।
আরোও উপস্থিত ছিলেন লাউতা ইউনিয়ন বিএনপি সভাপতি আতাউর রহমান, লাউতা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, মোল্লাপুর ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি জামিল আহমদ, মোল্লাপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নাজমুল হোসেন মেম্বার, সহ সভাপতি আয়াত আলি মেম্বার, আব্দুল গফুর, জালাল মেম্বার, উপজেলা যুবদল নেতা ছালা উদ্দিন আহমদ প্রমুখ।
যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, অলিউর রহমান তারেক, শরিফ আহমদ, মুনুন্না আহমদ, আফজাল হোসেন মুন্না, জামিল আহমদ, রনি আহমদ, তাজুল আহমদ, সাজু আহমদ, সুহেল আহৃদ, খালেদ আহমদ, হারুন আহমদ, আব্দুল হাছিব আছাদ, মস্তইমিয়া, তাজউদ্দীন, নাজমুল মিয়া আছাদ উদ্দিন, মনসুর আহমদসহ উপজেলা ও পৌর বিএনপি যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।
উল্লেখ্য, রুবেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকাদক্ষিনে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। বর্তমানে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন।