সিলেটে পরিত্যাক্ত অবস্থায় চায়নিজ রাইফেল উদ্ধার

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০৫, ২০২৪
০২:৩৭ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৭, ২০২৪
০২:৪৪ পূর্বাহ্ন



সিলেটে পরিত্যাক্ত অবস্থায় চায়নিজ রাইফেল উদ্ধার


সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার মাদক উদ্ধার ও বিশেষ অভিযানের সময় পরিত্যাক্ত অবস্থায় একটি একটি চায়নিজ রাইফেল (যার বাট নম্বর-৪৯২) ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) বেলা পৌঁনে তিনটার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাংলো এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের বিশেষ অভিযানের সময় স্থানীয় লোকদের মারফতে খবর পেয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই নিরস্ত্র) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে একটি দল শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাংলোর গাড়ি গ্যারেজের পেছনের বাঁশঝাড় থেকে একটি চাইনিজ রাইফেল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে। পরে সাড়ে তিনটার দিকে সাক্ষীদের উপস্থিতিতে নিয়ম অনুসরণ করে জব্দ তালিকা করে অস্ত্র জব্দ করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম। তিনি জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শাহজালাল বিশ্ববিদ্যালয় অস্থায়ী পুলিশ ক্যাম্প থেকে মিসিং হওয়া ৭ দশমিক ৬২ চায়না রাইফেল যার বাট নং-৪৯২ এবং উদ্ধার হওয়া অস্ত্রটি একই অস্ত্র।


এএফ/০৮