শাবিপ্রবি প্রতিনিধি
সেপ্টেম্বর ২৬, ২০২৪
১১:৩৫ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৭, ২০২৪
০৯:০২ অপরাহ্ন
‘আগামীর ক্যাম্পাস কেমন চাই’ শীর্ষক কর্মসূচির মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 'কার্টুন ফ্যাক্টরির' ১৩ তম কার্যনির্বাহী কমিটির পথচলা শুরু হয়েছে। ১৩তম কমিটির সভাপতি হিসেবে স্থাপত্য বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল তায়্যিব এবং সাধারণ সম্পাদক হিসাবে একই বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মো. ইশতিয়াক হুদা রাফি দায়িত্ব পালন করছেন।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) অনলাইন মিটিং এর মাধ্যমে 'কার্টুন ফ্যাক্টরি'র ১৩ তম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ১৩ তম কার্যনির্বাহী কমিটির প্রথম কর্মসূচি হিসেবে ২৫ই সেপ্টেম্বর "আগামীর ক্যাম্পাস কেমন চাই" শীর্ষক স্কেচবুকিং কর্মসূচি দিয়ে পথচলা শুরু করলো সংগঠনটি।
নতুন কমিটিতে মনোনীত অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি নোশীন মাহজাবীন ফারাহ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাকীয়ান মাহমুদ সানিম, ইন্সট্রাক্টর ফারদিন রাফিদ, অমর্ত্য বিশ্বাস, সহকারী সাধারণ সম্পাদক তানজিনা রহমান তানু, সাংগঠনিক সম্পাদক আনিকা ইসলাম বিভা, সহকারী সাংগঠনিক সম্পাদক মোঃ লতিফুজ্জামান নোমান, কোষাধ্যক্ষ ফারদিন মোস্তফা ফাহিম , সহকারী কোষাধ্যক্ষ নুসরাত জাহান, প্রচার সম্পাদক আনিকা তাহসিন ঈশতি, সহকারী প্রচার সম্পাদক তানজিনা নুসরাত সুহা, অংকন সম্পাদক জয়া মল্লিক, নুসরাত জাহান তিশা, সহকারী অংকন সম্পাদক দেবলীনা পাল ঐশী, শিরোপা ধর নবনীতা, প্রদর্শনী সম্পাদক মুশতাক আহম্মেদ, সহকারী প্রদর্শনী সম্পাদক শ্রীকৃষ্ণ দাস স্বপ্নীল, মেসবাহুল ইসলাম হাদী, দপ্তর সম্পাদক ফারজানা কবির প্রীতি, ফ্লোর ব্যবস্থাপক এম ডি মারুফ সরকার , সহ ফ্লোর ব্যবস্থাপক শুসেন নাগ, জয়দ্রথ সরকার জিৎ, নাজমুল হোসেন নেওয়াজ ইমন।
এছাড়াও কার্যকারী সদস্য হিসাবে রয়েছেন , সানজানা আফরিন, সাবনুম হোসেন জান্নাত, চৌধুরি হিজবুল জান্নাত জীম, এস এম আমির হামজা, তানজিম ইশতিয়াক, তাহমীদা চৌধুরি, জান্নাত আরা সিনথিয়া, তোশরিফা জাহান জেদনী মনোনীত হয়েছেন।
সাংগঠনিক কার্যক্রম সামনে আরো বেগবান করার পাশাপাশি স্কেচবুকিং ও বিভিন্ন ওয়ার্কশপের আয়োজন করার চেষ্টা করে এবং এরই মাধ্যমে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে পুরো সিলেটে 'কার্টুন ফ্যাক্টরি' কার্টুন প্রেমীদের নিয়ে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে একত্রিত হওয়ার ইচ্ছা নিয়েই সামনে আগাতে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনটির নতুন দায়িত্বপ্রাপ্তরা।
এনএ-০১/এএফ-০৩