শাবিপ্রবি প্রতিনিধি
সেপ্টেম্বর ২৬, ২০২৪
০১:৪৩ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৬, ২০২৪
১১:৩৬ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছেলেদের আবাসিক হলসমূহ ৮ অক্টোবর খুলে দেওয়া হবে এবং ক্লাস-পরীক্ষা ২০ অক্টোবর থেকে শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
এ সংক্রান্ত পূর্বের সংবাদ: শাবিতে নতুন ছাত্রউপদেষ্টা, প্রক্টর, প্রভোস্ট নিয়োগ, পুরনোদের অব্যাহতি |
উপ-উপাচার্য বলেন, আগামী ৮ অক্টোবর ছেলেদের আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে। ১৫ অক্টোবরের মধ্যে বরাদ্দকৃত আসনে ছাত্রদের হলে ওঠতে হবে।
ক্লাস-পরীক্ষা চালুর বিষয়ে তিনি বলেন, ২০ অক্টোবর থেকে ক্লাস পরীক্ষা শুরু হবে। বিভাগীয় প্রধানগণ শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে আগামী ১৯ নভেম্বরের মধ্যে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ করতে হবে।
এনএ-০২/এএফ-০৮