সিলেটে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ০৯, ২০২৪
০৬:৩৭ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১০, ২০২৪
০৩:০৫ পূর্বাহ্ন



সিলেটে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা


সিলেট নগরে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকর্মীকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। তাঁদের একজনের হাত ও পায়ের রগ মারাত্মকভাবে কেটে যাওয়ায় তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

রবিবার (৮ সেপ্টেম্বর) রাতে নগরের ৭ নম্বর ওয়ার্ডের বনকলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনজুর আহমদ এবং দলের কর্মী রুমেল আহমদ। তাঁরা উভয়ই বনকলাপাড়ার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, গতকাল রাত সাড়ে আটটার দিকে একটি গলিতে ছিলেন মনজুর আহমদ ও রুমেল আহমদ। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তাঁদের দুজনকেই এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এতে মনজুরের হাত ও পায়ের রগ কেটে যাওয়ায় শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। অন্যদিকে রুমেল আহমদ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান। তিনি বলেন, ‘আহতদের মধ্যে মনজুর আহমদকে উন্নত চিকিৎসার জন্য রবিবার রাতেই ঢাকায় পাঠানো হয়েছে।’ তিনি বলেন, ‘কে বা কারা এ হামলা করেছে, পুলিশ তা খতিয়ে দেখছে।’

সোমবার বেলা তিনটায় পরিবারের সঙ্গে কথা বলে মনজুরের অবস্থা স্থীতিশীল বলে জানা গেছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

এএফ/০৬