ওসমানী বিমানবন্দরে স্বর্ণ বড় চালান জব্দ

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ২৮, ২০২৪
০৭:৩৫ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২৮, ২০২৪
০৭:৩৫ অপরাহ্ন



ওসমানী বিমানবন্দরে স্বর্ণ বড় চালান জব্দ
আটক একজন


সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে প্রায় ১৬ কেজি স্বর্ণের চালান আটক করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

আটককৃত ব্যক্তির নাম হুসেন আহমেদ (২৫)। 

আজ বুধবার (২৮ আগস্ট) সকাল ৮টা ২১ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী শারজাহ বিমানবন্দর থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২৫২ এর একজন প্রবাসীর দুটি লাগেজ তল্লাশি করে ১০৫টি সোনার বার জব্দ করা হয়।

বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিমানের বিজি-২৫২ ফ্লাইট বুধবার সকাল ৮টা ২১ মিনিটে শারজাহ থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই এবং শুল্ক গোয়েন্দার সদস্যরা হুসেন আহমেদের লাগেজে তল্লাশী চালিয়ে স্বর্ণের উপস্থিতি সনাক্ত করতে সক্ষম হন। পরে শনাক্তকৃত মালামাল ভেঙে স্বর্ণের চালান উদ্ধার করা হয়। 

এসব তথ্য নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মো. সাজেদুল করিম। তিনি বলেন, ‘শারজা থেকে আসা বিমানের বিজি-২৫২ ফ্লাইটে অভিযান চালিয়ে হুসেন আহমেদ নামে এক যাত্রীর সঙ্গে থাকা ১৫ কেজি ৯৯৪ গ্রাম ওজনের স্বর্ণ জব্দ করা হয়েছে। এর মধ্যে ১০৫ পিস স্বর্ণের বার এবং ৪টি গোল আকৃতির স্বর্ণের পিস রয়েছেন।’

স্বর্ণের মূল্য সম্পর্কে তিনি বলেন, ‘এখনো দাম নির্ধারণ করা হয়নি। বাজার দর উঠানামা করে। তবে প্রতি কেজি ১ কোটি ২২ লাখ টাকার মতো হবে।’

সে হিসেবে জব্দকৃত ১৫ কেজি ৯৯৪ গ্রাম স্বর্ণের মূল ১৯ কোটি ৪৪ লাখ ৬৮ হাজার টাকা।


এএফ/০৩