সিলেট মিরর ডেস্ক
আগস্ট ২৫, ২০২৪
০৩:০০ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৫, ২০২৪
০৩:০০ পূর্বাহ্ন
সনামতন ধর্মের প্রাণপুরুষ শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সিলেট নগরে আগামী সোমবার জন্মাষ্টমীর নগর শোভাযাত্রা বের করা হবে। তবে দেশের চলমান বন্যা পরিস্থিতির কারণে অন্যান্য বছরের তুলনায় এবার জন্মাষ্টমীর আয়োজন অনাড়ম্বরভাবে আয়োজন করে উদ্বৃত্ত অর্থ বন্যার্তদের মধ্যে বিতরণ করা হবে।
আজ শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাতটায় নগরের মীর্জা জাঙ্গালস্থ নিম্বার্ক আশ্রমে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেটের সদস্যসচিব মিহির দেবের পরিচালনায় এবং উদযাপন পরিষদের আহ্বায়ক শিবব্রত ভৌমিক চন্দনের সভাপতিত্বে সভায় আসন্ন জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় চলমান বন্যা পরিস্থিতির জন্য এবারের আয়োজন অনাড়ম্বর ভাবে পালন এবং অনাড়ম্বর জন্মাষ্টমী আয়োজনের উদ্বৃত্ত অর্থ বন্যার্তদের মধ্যে বিতরনের সিদ্ধান্ত গৃহিত হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, দিনের অনুষ্ঠানমালার মধ্যে আগামী সোমবার (২৬ আগস্ট) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে ভগবান শ্রী কৃষ্ণের প্রতিকৃতিসহ নগর পরিক্রমা, দুপুর ২ টায় থাকবে মহাপ্রসাদ বিতরণ, বিকাল ৫ টায় অনুষ্ঠিত হবে শ্রীমদ্ভগবদ গীতা পাঠ, সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রী কৃষ্ণের লীলা সংকীর্তন, রাত ১১ টায় শ্রী কৃষ্ণের বিশেষ পূজা এবং ১২টা এক মিনিটে ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব স্মরণে প্রতি হিন্দু গৃহে ও দেবালয়ে উলুধ্বনি এবং শঙ্খধ্বনি।
দিনব্যাপী ভাগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে অনাড়ম্বর আয়োজনে সকলকে উপস্থিতি একান্ত ভাবে কামনা করা হয়েছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, প্রদীপ কুমার দেব, বিজয় কৃষ্ণ বিশ্বাস, কৃপেশ পাল, অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, সুব্রত দেব, অ্যাডভোকেট শংকর কুমার দেব, অ্যাডভোকেট নির্মলেন্দু চৌধুরী পান্না।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন দ্বীপক কুমার দাশ, নির্মল কুমার সিনহা, বিশ্বজিত গুণ, অপরেশ দাশ অপু, রাখাল দে, জিষ্ণু কুমার দাস, শিশির রায়, সুশেন দে, হিমেল তালুকদার, অপূর্ব কুমার দাস, অর্জুন ঘোষ, অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, দিপন আচার্য্য, রজত চক্রবর্তী, সুকান্ত গুপ্ত, সুমন্ত গুপ্ত প্রমুখ।
দিনব্যাপী সকল আয়োজনে জন্মাষ্টমী উদযাপন পরিষদের পক্ষ থেকে ভক্তবৃন্দের সকলের উপস্থিতি একান্ত ভাবে কামনা করা হয়েছে।
এএফ/১১