নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৪, ২০২৪
০৮:৫৮ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৪, ২০২৪
১০:২৯ অপরাহ্ন
সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত পালিয়ে যাওয়ার সময় আটক সাবেক আলোচিত সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে আদালতে নিয়ে আসা হলে মানিককে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করা হয়। অনেকে জুতা দিয়ে আঘাত করারও চেষ্টা করেন।
আজ শনিবার (২৪ আগস্ট) বেলা ৪টার দিকে তাকে পুলিশের প্রিজন ভ্যানে করে আদালত চত্বরে নিয়ে আসা হলে এ দৃশ্যের অবতারণ হয়। পরে ৪টা ১০ মিনিটে তাকে
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের কোর্ট ইন্সপেক্টর মো. জমশেদ আলী। তিনি গণমাধ্যমকে বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামি শামসুদ্দিন চৌধুরী মানিককে আজকে ৫৪ ধারায় গ্রেপ্তার পূর্বক আদালতে উপস্থাপন করা হয়েছে। আদালত চালান মোতাবেক ঢাকাসহ বিভিন্ন থানায় হত্যা, বিভিন্ন রাজনৈতিক মামলাসহ বিভিন্ন মামলার এজহারভুক্ত আসামি হওয়ায় আদালত তাকে জেল হাজতে আটক রাখার নির্দেশ দিয়েছেন।’ তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না জানিয়ে তিনি বলেন, ‘সাবেক বিচারপতি হিসেবে জেল কোডের বিধান অনুযায়ী যেটুকু সুযোগ সুবিধা তাঁর প্রাপ্য সেটুকু প্রদানের জন্য আদালত নির্দেশনা দিয়েছেন।’
এর আগে গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে অবৈধপথে ভারত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক আলোচিত-সমালোচিত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বিজিবি। আটকের পর প্রথমে তাকে বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে কানাইঘাট পুলিমের কাছে হস্তান্তর করা হয়।
সাবেক বিচারপতি মানিককে আটকের বিষয়টি শুক্রবার রাতেই নিশ্চিত করেন ১৯ বিজিবির দনা ক্যাম্প কমাণ্ডার নায়েক সুবাদার আবিদুর রহমান এবং কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন।