নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৪, ২০২৪
০৭:৩৬ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৪, ২০২৪
০৭:৩৮ অপরাহ্ন
সীমান্ত দিয়ে অবৈধভাবে পালিয়ে যাওয়ার সময় আটক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আলোচিত সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। তাকে কানাইঘাটের দনা সীমান্ত থেকে আটকের পর বিজিবির সদস্যরা তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করেন। তাকে আদালতে তোলা হবে। সেজন্য কড়া পাহারায় তাকে আদালতে নিয়ে আাস হবে।
এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেটের কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার।
এ ব্যাপারে ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
এ সংক্রান্ত ভিডিও দেখুন- |
গতকাল শুক্রবার (২৩ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে তাকে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত থেকে আটক করে বিজিবি। তিনি অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
এদিকে মানিক আটকের পর তাঁর একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ভিডিওর একটিতে তিনি কলাপাতার উপর শুয়ে থাকতে দেখা গেছে। এছাড়া একাধিক ভিডিওতে তাকে হাত বাঁধা অবস্থায় কথা বলতে দেখা গেছে।
এএফ/০৪