বিশ্বনাথে মাকুন্দা নদীর তীরে অজ্ঞাত শিশুর লাশ

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২৪, ২০২৪
০৭:১০ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৪, ২০২৪
০৭:১০ পূর্বাহ্ন



বিশ্বনাথে মাকুন্দা নদীর তীরে অজ্ঞাত শিশুর লাশ


সিলেটের বিশ্বনাথে মাকুন্দা নদীর তীর থেকে অজ্ঞাতনামা এক শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গোবিন্দনগর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মাকুন্দা নদীর পারের একটি জমিতে শিশুর লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। শিশুটির বয়স এক মাসের কম হবে বলে ধারণা করা হচ্ছে।

এমন খবর মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে শিশুটিকে এক নজর দেখতে নদীর পাড়ে ভিড় করেন স্থানীয় লোকজন।

শিশুর লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



এএফ/০৩