‘এ দেশে এত কষ্ট করে এসেছি বাংলাদেশ ফেরত যেতে’: সাবেক বিচারপতি মানিক

নিজস্ব প্রতিবেদক ও কানাইঘাট প্রতিনিধি


আগস্ট ২৪, ২০২৪
০৬:৫৪ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৫, ২০২৪
০৩:৫৯ পূর্বাহ্ন



‘এ দেশে এত কষ্ট করে এসেছি বাংলাদেশ ফেরত যেতে’: সাবেক বিচারপতি মানিক


সুপ্রিম কোর্টের সাবেক আলোচিত বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যাওয়ার সময় আটক হয়েছেন। শামসুদ্দিন চৌধুরী মানিক নামে সমধিক পরিচিত এই সাবেক বিচারপতিকে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে সিলেটের কানাইঘাট উপজেলার দোনা সীমান্ত থেকে আটক করে বিজিবি। 

বিজিবি সদর দপ্তরের এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

তবে বিচারপতি মানিককে আটকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। এর মধ্যে একটি ভিডিওর কথোপকথন থেকে ধারণা করা হচ্ছে সেটি ভারতের ভেতকার। আরেকটি ভিডিও বাংলাদেশ সীমান্তের ভেতরের।

পূর্বের সংবাদ-

সিলেট সীমান্ত দিয়ে পালানোর সময় বিচারপ‌তি শামসু‌দ্দিন মা‌নিক আটক

ভারতের সীমান্তের ভেতরের ভিডিওতে বিচারপতি মানিককে সেখানকার একটি জঙ্গলের মধ্যে শুয়ে থাকতে দেখা গেছে। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘আমি এ দেশে (ভারত) এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য’।

ভিডিওতে আরও দেখা যায়, তার সামনে অবস্থান করা লোকদেরকে বিচারপতি মানিক বলছেন, ‘আমি তোমাদের পয়সা দিয়ে দেব। পয়সা আমি দেব, আমার ভাই-বোন দেবে। 

জবাবে তাদের মধ্যে একজনকে (যাকে ভিডিওতে দেখা যায়নি) বলতে শোনা যায়, ‘আমাদের পয়সার প্রয়োজন নাই। আপনার সেফটি... ‘।

এরপর মানিককে বলতে শোনা যায়, ‘ওই ফালতু লোক দুটাকে আনিও না। আমি এ দেশে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য’। 

এই ভিডিওটি যে আসলেই ভারতের ভেতরকার তার প্রমাণ পাওয়া যায় বিজিবির হাতে বিচারপতি মানিক আটক হওয়ার পরের আরেকটি ভিডিওতে। সেখানে জিজ্ঞাসাবাদে বিজিবি সদস্যদের কাছে মানিক স্বীকার করেছেন, তিনি ১৫ হাজার টাকার কন্টাক্টে ভারতে যাচ্ছিলেন। কিন্তু দুজন লোক ভারতের ভেতরে নিয়ে তাকে মারধর করে ৬০-৭০ লাখ টাকা নিয়ে যায়।

  এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক আপিল বিভাগের বিচারপতি ছিলেন। ২০১৫ সালের সেপ্টেম্বরে তিনি অবসরে যান। এরপর বিভিন্ন অনুষ্ঠান ও টেলিভিশন টক শোতে কথা বলতেন তিনি।


এ সংক্রান্ত ভিডিও দেখুন-


এএফ/০২