সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১০, ২০২৪
১০:২৯ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১০, ২০২৪
১০:২৯ অপরাহ্ন
অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে হবে। তবে, এজন্য সঠিক তথ্য উপাত্ত প্রয়োজন। আর্থিক খাতের কেলেঙ্কারি যারা করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর শনিবার প্রথমবার সচিবালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগের ব্যাপারে ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাঁর বিষয়টি স্পর্শকাতর। রোববার একটি বৈঠক আছে। তারপর সিদ্ধান্ত হবে। বাংলাদেশ ব্যাংককে কার্যকর করা হবে আগে। এরপর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতের সংস্কার করা হবে।
ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনা চ্যালেঞ্জিং উল্লেখ করে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, পুনরুদ্ধারে এখনই কাজ শুরু করতে হবে।
ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, দেশের অর্থনীতির গতি থেমে যায়নি বা লাইনচ্যুত হয়নি। তবে মন্থর হয়েছে। সেই মন্থর অর্থনীতিকে সচল করার চেষ্টা করা হবে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কাজ শুরু করা হবে।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার উল্লেখ করে ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, সেটা কেবল রাস্তাঘাট নয়, ব্যাংকিং খাত ও আর্থিক খাতেও আনতে হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়সীমা নিয়ে কথা বলতে গিয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘বেশিদিন দায়িত্বে থাকার ইচ্ছা নাই। স্থবির অর্থনীতিকে সচল করার মৌলিক কাজগুলো অন্তত করা সম্ভব হবে।’
এএফ/১২