সবাই মিলে জামায়াত বিএনপিকে প্রতিহত করতে হবে: প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

ওসমানীনগর প্রতিনিধি


আগস্ট ০২, ২০২৪
০৮:১৯ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৩, ২০২৪
০৪:২৯ অপরাহ্ন



সবাই মিলে জামায়াত বিএনপিকে প্রতিহত করতে হবে: প্রতিমন্ত্রী শফিক চৌধুরী


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে স্বাধীন দেশ উপহার দিয়েছেন আর তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে  স্মার্ট  দেশে রূপান্তর করেছেন। এই স্মার্ট দেশকে ধ্বংস করার জন্য জামায়াত-বিএনপি কোঠাসংস্কারের নামে অগ্নিসন্ত্রাস,লুটপাট ও ভাঙ্গচুর শুরু করেছে।’ তিনি এসময় আহ্ববান জানিয়ে বলেন, ‘সবাই মিলে জামায়াত-বিএনপিকে প্রতিহত করতে হবে। এখানে কোনো ধরণের ছাড় দেওয়া যাবে না।’

আজ শুক্রবার (২ আগস্ট) বিকেলে সিলেটের ওসমানীনগরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার আফতাব আহমদ, সাদিপুর ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ ভিপি মুছা, পশ্চিম পৈলনপুর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, জেলা পরিষদের সদস্য আব্দুল হামিদ,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান,আওয়ামী লীগ  নেতা মোস্তফা কামাল, মহিলা আওয়ামী লীগের সভাপতি মহিমা সুলতানা সুমি, উপজেলা কৃষকলীগের সভাপতি আনিসুজ্জামান সেলিম,সাধারণ সম্পাদক লিলুউর রহমান পংকি, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সেলিম রেজা,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সুজন মাহমুদ, তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হাম্মাদ আল হাসান, সাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইছকন্দর আলী, বুরুঙ্গা ইউনিয়ন  আওয়ামীলীগ নেতা উকুল মিয়া, দয়ামীর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ফারুক মিয়া,উছমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরীসহ আরো অনেকে। 


জেএ-০১/এএফ-০৬