সিলেটে একদিনে চতুর্থবার চিনির চালান জব্দ

নিজস্ব প্রতিবেদক


জুলাই ১২, ২০২৪
০২:৩২ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১২, ২০২৪
০২:৩৪ পূর্বাহ্ন



সিলেটে একদিনে চতুর্থবার চিনির চালান জব্দ


ভারত থেকে অবৈধপথে আনা চিনির চালান সিলেটে একই দিনে চতুর্থ দফায় জব্দ করেছে পুলিশ। ট্রাক বোঝাই প্রায় তিন লাখ টাকার চিনি জব্দ ও ৩ চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম নগরের খাসদবীর এলাকায় অভিযান চালিয়ে চিনির চালান জব্দ করে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে গোয়েন্দা পুলিশের একটি টিম নগরে খাসদবীরের রূপসা আবাসিক এলাকার প্রবেশ গেইটের সামনে একটি ট্রাকে থাকা ৪৬ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। এসব চিনির আনুমানিক মূল্য ২ লাখ ৬৪ হাজার ৯০০ টাকা। এসময় তিনজনকে আটক করা হয়।

আরও পড়ুন-

সিলেটে এবার সোয়া কোটি টাকার ভারতীয় চিনি জব্দ

আটককৃতরা হলেন, গোয়াইনঘাট উপজেলার ঘোষ গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে জালাল উদ্দিন (৫৩), একই উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের মৃত ছৈদ আলীর ছেলে রাসেল আহমদ (২৪) এবং কোম্পানীগঞ্জ উপজেলার কালীবাড়ির ওহাব আলীর ছেলে মো. রিপন মিয়া (২৫)। 

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম। 

এর আগে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে নগরের কালিঘাট এলাকায়, বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে সুরমা বাইপাস এবং জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে অ্যান্ড কলেজের সামনে থেকে পৃথক অভিযানে আনুমানিক মূল্য ১ কোটি ৪৬ লাখ ৭৫ হাজার টাকার চিনি জব্দ করা হয়। 


এএফ/০৩