পবিত্র আশুরা ১৭ জুলাই

সিলেট মিরর ডেস্ক


জুলাই ০৭, ২০২৪
০২:১২ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৭, ২০২৪
০২:১২ পূর্বাহ্ন



পবিত্র আশুরা ১৭ জুলাই


বাংলাদেশের আকাশে শনিবার পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি। আগামীকাল রোববার চলতি জিলহজ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সোমবার ১৪৪৬ হিজরির প্রথম দিন, তথা মহররম গণনা শুরু হবে। এ হিসাবে আগামী ১০ মহররম অর্থাৎ ১৭ জুলাই বুধবার পবিত্র আশুরা।

শনিবার (৬ জুলাই) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলদারের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। আশুরা উপলক্ষে আগামী ১৭ জুলাই সরকারি ছুটি থাকবে।

ফারসি আশারা শব্দের অর্থ ১০। তাই ১০ মহররম আশুরা নামে পরিচিত। ৬১ হিজরি ১০ মহররম কারবালায় ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় কন্যা ফাতিমা (রা.) পুত্র ইমাম হোসাইন (রা.)কে হত্যা করে। এ কারণে মুসলমানদের কাছে দিনটি শোকের। তবে আশুরার আরও গুরুত্ব রয়েছে। মুসলিমরা বিশ্বাস করেন, ১০ মহররম কেয়ামত হবে। এদিনে পৃথিবীতে আদম (আ.)-এর আগমন হয়।

চাঁদ দেখা কমিটির সভায় অংশ নেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাওসার আহম্মেদ, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুল ইসলাম,  আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান, বায়তুল মোকাররমের জ্যেষ্ঠ পেশ ইমাম মিজানুর রহমানসহ সরকারের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।



এএফ/০৩