সিলেট কেন্দ্রীয় কারাগারে কয়ে‌দির আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক


জুন ০৪, ২০২৪
১২:০৭ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৪, ২০২৪
০৩:১২ পূর্বাহ্ন



সিলেট কেন্দ্রীয় কারাগারে কয়ে‌দির আত্মহত্যা
# দুই কারারক্ষীসহ সাময়িক প্রত্যাহার ৩


সিলেট কেন্দ্রীয় কারাগারে মো. ইউনুস আলী (২২) নামে এক কয়ে‌দি আত্মহত‌্যা করেছে বলে খবর পাওয়া গেছে। তি‌নি এক‌টি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসা‌মি ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় দুই কারারক্ষীসহ ৩ জনকে সাম‌য়িক প্রত্যাহার করেছে কারা কর্তৃপক্ষ।

আজ সোমবার (৩ জুন) বেলা সাড়ে ১২ট‌ার দিকে সিলেট বাদাঘাট এলাকার কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। 

নিহত ইউনুস সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ক‌লীবা‌ড়ি গ্রামের নূর ইসলামের ছেলে।

সিলেট কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, মো. ইউনুস আলী প্রায় ৬ মাস ধরে কারাগারে ব‌ন্দি ছিলেন। ‌তি‌নি 'সিজোফ্রেনিয়া' রোগে আক্রান্ত। সোমবার বেলা ১২টার দিকে কারাগারের অভ‌্যন্তরের এক‌টি ওয়ার্ডে  ইউনুস আলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এরপর প‌রিবারের সদস‌্যদের বিষয়‌টি অব‌হিত করা হয়। পরে নিহতের মরদেহ সিলেট এম এ জি ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সিলেট বিভাহের কারা উপমহাপরিদর্শক মো. ছ‌গির মিয়া বলেন, নিহত ব‌্যক্তি সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত ছিলেন। প্রাথ‌মিক ভাবে তি‌নি নিজে গলায় ফাঁস লা‌গিয়ে আত্মহত‌্যা করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় দা‌য়িত্বে অবহেলার অভিযোগে দুই কারারক্ষী এবং একজন সহকারী হেড ওয়ার্ডকে সাম‌য়িক ভাবে ব‌হিষ্কার করা হয়েছে। 

তি‌নি বলেন, নিহত ইউনুস আলী দুই বছরের সাজাপ্রাপ্ত কয়‌দি ছিলেন। তার মায়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত‌্যুর প্রকৃত কারণ জানা যাবে। 


এএফ/০৪