নিজস্ব প্রতিবেদক
জুন ০২, ২০২৪
০৭:৫৮ অপরাহ্ন
আপডেট : জুন ০২, ২০২৪
০৮:১১ অপরাহ্ন
সিলেটে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। গত ২৯ মে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের চার দিনের মাথায় ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট।
আজ রবিবার (২ জুন) ২টা ৪৪ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ । ঢাকার আগারগাঁও ভূমিকম্প গবেষণা কেন্দ্র থেকে দক্ষিণ-পূর্ব দিকে ৪৪১ কিলোমিটার দূরত্বে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৯ মে সন্ধ্যা ৭টা ১৭ মিনিটের সিলেট, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। ঢাকার আগারগাঁও ভূমিকম্প গবেষণা কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪৩৯ কিলোমিটার।
এ সংক্রান্ত পূর্বের সংবাদ- সিলেটেসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প |
বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া কর্মকর্তা হাফিজুর রহমান। তিনি বলেন, ঢাকা, চট্রগ্রাম ও সিলেট অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি— ভূমিকম্পটি ৫ দশমিক ৪ মাত্রার ছিল। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৩৬ কিলোমিটার দূরে মিয়ানমারে।
এর আগে গত বছরের ৯ সেপ্টেম্বর ভারতের আসামে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছিল, যা সিলেটেও অনুভূত হয়েছিল। একই বছরের ১৪ ও ২৯ আগস্ট সিলেটে ভূকম্পন অনুভূত হয়েছিল। ওই দুই দফা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট জেলার মধ্যেই।
এএফ//০৬