কোম্পানীগঞ্জ প্রতিনিধি
জুন ০২, ২০২৪
০৭:২১ অপরাহ্ন
আপডেট : জুন ০২, ২০২৪
০৭:২১ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নারাইনপুর এলাকা থেকে যুবকের লাশ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
আজ রবিবার (২ মে) সকাল ১০টায় উপজেলার নারায়নপুরের একটি খাল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
সে কোম্পানীগঞ্জের চিকাডহর গ্রামের মৃত হানিফ আলীর ছেলে নুরুজ্জামিন (২৩)। তিনি পেশায় একজন মোটরসাইকেল চালক (মোটরসাইকেল দিয়ে যাত্রী আনা নেওয়া করতেন)।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টায় মাছ ধরতে যান স্থানীয় কয়েকজন। তারা নারায়নপুরের কুত্তাখালী খালে ভাসমান লাশ দেখে এলাকায় খবর দেয়। পরে বিজিবি ও পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।
নিহতের স্ত্রী স্মৃতি বেগম জানান কোম্পানীগঞ্জের চিকাডহর গ্রামের লিয়াকত, জুবেদ, হৃদয় নামের তিনজন ব্যক্তি রাত ৯ টায় ঘর থেকে তার স্বামী নুরুজ্জামিনকে ডেকে নিয়ে যাওয়ার পর রাতে আর বাড়িতে ফিরেনি তিনি।
কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।
কেএ-০১/এএফ-০৩