উৎসবমুখর পরিবেশে সিলেটে লেখক-প্রকাশকদের মতবিনিময় অনুষ্ঠিত

সিলেট মিরর ডেস্ক


জুন ০১, ২০২৪
১১:৫১ অপরাহ্ন


আপডেট : জুন ০২, ২০২৪
০৬:৩৮ পূর্বাহ্ন



উৎসবমুখর পরিবেশে সিলেটে লেখক-প্রকাশকদের মতবিনিময় অনুষ্ঠিত


উৎসবমুখর পরিবেশে সৃজনশীল প্রকাশকদের সংগঠন ‘প্রকাশক পরিষদ' সিলেটের উদ্যোগে লেখক-প্রকাশক মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩১ মে ) সন্ধ্যা সাতটায় সিলেট নগরের লামাবাজারে একটি অভিজাত রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিলেটের সৃজনশীল প্রকাশনা সংস্থাগুলোর প্রকাশকরা এবং লেখকরা অংশ নেন। লেখকরা প্রকাশকদের  আরও সৃজনশীল বই প্রকাশ এবং তা যথাযথ বাজারজাত করণের মাধ্যমে লেখক-প্রকাশকের স্বার্থ সংরক্ষণ করার উপর তাগিদ দেন।

প্রকাশক পরিষদ সিলেটের সভাপতি নাজমুল হক নাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুফি সুফিয়ানের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত থেকে সুনির্দিষ্ট মতামত ব্যক্ত করেন, কবি ও গবেষক নৃপেন্দ্রলাল দাশ, অধ্যাপক নন্দলাল শর্মা, কবি ও গবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ, কবি ও গবেষক এ কে শেরাম, বিশিষ্ট লেখক, অনুবাদক সুরেশরঞ্জন বসাক, ড. শরদিুন্দু ভট্টাচার্য্য, লেখক ও সাংবাদিক আল আজাদ, অনুবাদক ও গবেষক মিহির কান্তি চৌধুরী, ছড়াকার বিধুভূষণ ভট্টাচার্য্য, কবি ও গীতিকার শামসুল আলম সেলিম, কবি ও গবেষক জফির সেতু, কথাসাহিত্যিক প্রশান্ত মৃধা, কবি হোসনে আরা কামালী,  কবি পুলিন রায়, কবি মোহাম্মদ হোসাইন, বিজ্ঞান লেখক মাধব রায়, কবি সুমন বনিক, সাংবাদিক ও লেখক আ.ফ.ম. সাঈদ, কবি হেলাল চৌধুরী, কবি ফজলুররহমান বাবুল, গবেষক ও কবি মোস্তাক আহমাদ দীন, কবি মোহাম্মদ বিলাল, কবি প্রণবকান্তি দেব, কবি ও গীতিকার জাহেদ আহমদ, কবি শাহাদত বখ্ত শাহেদ, কবি মালেকুল হক, লেখক জুনায়েদ মুন্সী, কবি মেকদাদ মেঘ, কবি ও প্রাবন্ধিক মীনাক্ষি সাহা, প্রাবন্ধিক বিজিৎ দেব, গবেষক আজির হাসিব, লেখক মো. মুহাইমীন আরিফ, কবি শামসুল কিবরিয়া, আশিক শাওন, কবি বিমল কর, অপু চন্দ্র দাস, নাট্যকার মোস্তাক আহমেদ, প্রমিত আকাশ, মনির হাসান, জসীম আল ফাহিম, শাহ ফারুক আহম্মদ, লেখক কাসমির রেজা, বিমান তালুকদার, অনুবাদক রফিকুল রনি, কবি রওশন আরা বাঁশি, রীমা দাস, গবেষক মো. কলিম উল্লাহ, লেখক হিমাংশুরঞ্জন দাস, কবি আনোয়ার হোসেন মিছবাহ্, মকসুদ আহমদ লাল, কবি ওয়াহিদ রোকন, লেখক মোহাম্মদ জায়েদ আলী,  ইয়াহইয়া ফজল, কামাল আহমদ প্রমুখ। 


অনুষ্ঠানে প্রকাশকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকাশক পরিষদ সিলেটের কোষাধ্যক্ষ পাপড়ির স্বত্বাধিকারী কামরুল আলম, কার্যকরী কমিটির সদস্য নোভা বুকস অ্যান্ড পাবলিশার্সের স্বত্বাধিকারী মো. আব্দুল লতিফ, কার্যকরী কমিটির সদস্য বুননের স্বত্বাধিকারী মো. খালেদ উদ্দিন, কার্যকরী কমিটির সদস্য চৈতন্যের স্বত্বাধিকারী মো. জাহিদুল হক চৌধুরী রাজীব, কার্যকরী কমিটির সদস্য কালান্তর প্রকাশনীর স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ, কার্যকরী কমিটির সদস্য গাঙুড় প্রকাশনের স্বত্বাধিকারী অসীম সরকার, প্রকাশক পরিষদের সদস্য অভ্র প্রকাশের স্বত্বাধিকারী অপূর্ব শর্মা, দোআঁশের স্বত্বাধিকারী লুৎফুর রহমান তোফায়েল, কৈতর প্রকাশনের স্বত্বাধিকারী সেলিম আউয়াল ও চিলেকোঠা প্রকাশনীর স্বত্বাধিকারী নেছার আহমদ জামাল। 


এএফ/০৩