সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০৪, ২০২৪
১০:০৮ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৪, ২০২৪
১০:০৮ অপরাহ্ন
বান্দরবানের থানচি বাজার এলাকায় পাহাড়ের সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের গোলাগুলি চলছে।
আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত ৯টার দিকে গোলাগুলি শুরু হয়।
দেশের একটি শীর্ষ দৈনিককে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার সৌকত শাহিন।
গোলাগুলির ঘটনায় বাজার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
থানচি বাজারের ২০০ থেকে ৩০০ গজের ভেতরেই রয়েছে থানচি থানা এবং একটি বিজিবি ক্যাম্প। থানচি বাজারের শেষ মাথায় রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর চেকপোস্ট।
এর আগে গতকাল বুধবার দুপুরে থানচি বাজারে গুলি চালিয়ে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি করে সশস্ত্র দুর্বৃত্তরা। সকাল ১১টা থেকে সাড়ে ১১টার দিকে তারা থানচি বাজার ঘিরে ফেলে। ব্যাংক ও এর আশপাশের এলাকায় অস্ত্রের মুখে সবার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর তারা ব্যাংক দুটির ভেতরে ঢুকে পড়ে।
সমকাল-০১/এএফ-০৪