নরসিংদী সংবাদদাতা
আগস্ট ৩০, ২০২৫
০৭:০৪ অপরাহ্ন
আপডেট : আগস্ট ৩০, ২০২৫
০৭:০৫ অপরাহ্ন
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদী-২ আসনের ডাংগা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামে এক আলোচনা সভা ও নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বকুল মিয়ার বাড়িতে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান।
ডাংগা ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি বকুল মিয়ার সভাপতিত্বে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, দিনাজপুর মেডিকেল কলেজ শাখার সাবেক সভাপতি
ডা. রিয়াজ মাহমুদ তমালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পলাশ থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক ইসমাইল দেওয়ান, ডাংগা ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শামসুজ্জামান জামান, সহ-সভাপতি মো. কামরুল, সাংগঠনিক সম্পাদক মো. কিরন, মোহসিন হোসেন ও স্বপন মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন, তরিকুল ইসলাম, ছাত্রদলের নাদিম মাহমুদ, মোশারফ হোসেন, এবাদুল্লাহ, আদিব সাইফুল শান্ত, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ শাহীন, শহিদুল্লাহসহ পলাশ থানা ও ডাংগা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বিএনপি’র প্রতিষ্ঠার ইতিহাস ও সংগ্রামী ঐতিহ্য তুলে ধরেন। তারা বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের পাশে থেকে গণআন্দোলনকে বেগবান করবে বলেও বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
উপস্থিত স্থানীয় নেতাকর্মীরা বলেন, নরসিংদী-২ আসনে ড. মঈন খানের নেতৃত্বে বিএনপি শক্তিশালী অবস্থান তৈরি করেছে এবং আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তারা সর্বাত্মকভাবে কাজ করবেন।