মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ বাংলাদেশের

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ০৬, ২০২৪
০৭:৪২ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৬, ২০২৪
০৭:৪৩ অপরাহ্ন



মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ বাংলাদেশের

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রবেশ করছেন মিয়ানমারের রাষ্ট্রদূত কিউ মোয়ে। ছবি : সংগৃহীত


মিয়ানমার সীমান্ত থেকে আসা মর্টার শেলের আঘাতে মৃত্যুর ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে এই প্রতিবাদ জানানো হয়। 

আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মিয়ানমারের রাষ্ট্রদূত রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের কর্মকর্তারা তাকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছেন।

মৃত্যুর ঘটনার প্রতিবাদ ছাড়াও সীমান্তে চলমান পরিস্থিতিতে বাংলাদেশের উদ্বেগের কথাও জানানো হ‌য়।

গতকাল সোমবার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির ৪ নম্বর ওয়ার্ডের জলপাইতলী এলাকায় মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলে এক বাংলাদেশি নারী ও এক রোহিঙ্গা নাগরিক নিহত হন। এ ঘটনার প্রতিবাদ জানাতে আজ মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করা হয়।

সীমান্তের ওপারে মিয়ানমারের বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে দেশটির সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলছে।

আরাকান আর্মির হামলার মুখে প্রাণ বাঁচাতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি সদস্যরা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২২৯ জন বাংলাদেশে আশ্রয় নেন। বিজিবি তাঁদের নিরস্ত্র করে নিরাপদ আশ্রয়ে পাঠিয়েছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিপি সদস্যরা তাঁদের দেশে ফিরতে চান।

মিয়ানমারও তাঁদের ফিরিয়ে নিতে চায়। তাঁদের ফেরত পাঠানোর উপায় নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। 


এএফ/০৬