খেলা ডেস্ক
ডিসেম্বর ০৯, ২০২৩
০৭:০৬ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৯, ২০২৩
০৭:০৬ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রে আগামী বছরের ২০ জুনে শুরু হবে কোপা আমেরিকার আসর। চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার মিশনে উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে। শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের মায়ামিতে কোপা আমেরিকার ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে আর্জেন্টিনা গ্রুপ ‘এ’, স্বাগতিক যুক্তরাষ্ট্র গ্রুপ ‘সি’ ও ব্রাজিল পড়েছে গ্রুপ ‘ডি’তে।
কোপা আমেরিকার ড্র:
গ্রুপ ‘এ’: আর্জেন্টিনা, পেরু, চিলি, কানাডা/ত্রিনদাদ এন্ড টোবাগো
গ্রুপ ‘বি’: মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা, জামাইকা
গ্রুপ ‘সি’: যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া
গ্রুপ ‘ডি’: ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, কোস্তারিকা/হন্ডুরাস
একই সঙ্গে ঘোষণা করা হয়েছে কোপা আমেরিকার সূচি। গ্রুপ পর্ব ২০ জুন শুরু হয়ে শেষ হবে ২ জুলাই। কোয়ার্টার ফাইনাল হবে ৪-৬ জুলাইয়ের মধ্যে। সেমিফাইনাল হবে যথাক্রমে ৮ ও ১০ জুলাই। এরপর ১৪ জুলাই হবে ফাইনাল। তার আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে।
কোপা আমেরিকার সূচি:
প্রথম পর্ব:
আর্জেন্টিনা বনাম কানাডা/ত্রিনদাদ এন্ড টোবাগো - গ্রুপ ‘এ’ - ২০ জুন - আটালান্টা
পেরু বনাম চিলি - গ্রুপ ‘এ’ - ২১ জুন - আর্লিংটন
মেক্সিকো বনাম জামাইকা - গ্রুপ ‘বি’ - ২২ জুন - হাস্টন
ভেনেজুয়েলা বনাম ইকুয়েডর - গ্রুপ ‘বি’ - ২২ জুন - সান্তা ক্লারা
যুক্তরাষ্ট্র বনাম বলিভিয়া - গ্রুপ ‘সি’ - ২৩ জুন - আর্লিংটন
উরুগুয়ে বনাম পানামা - গ্রুপ ‘সি’ - ২৩ জুন - আটলান্টা
ব্রাজিল বনাম কোস্তারিকা/হন্ডুরাস - গ্রুপ ‘ডি’ - ২৪ জুন - এংগ্লিউড
কলম্বিয়া বনাম প্যারাগুয়ে - গ্রুপ ‘ডি’ - ২৪ জুন - হাস্টন
দ্বিতীয় পর্ব
আর্জেন্টিনা বনাম চিলি - গ্রুপ ‘এ’ - ২৫ জুন - ইস্ট রাদারফোর্ড
পেরু বনাম কানাডা/ ত্রিনদাদা - গ্রুপ ‘এ’ - ২৫ জুন - কানসাস সিটি
মেক্সিকো বনাম ভেনেজুয়েলা - গ্রুপ ‘বি’ - ২৬ জুন - এংগ্লিউড
ইকুয়েডর বনাম জামাইকা -গ্রুপ ‘বি’ - ২৬ জুন - লাস ভেগাস
যুক্তরাষ্ট্র বনাম পানামা - গ্রুপ ‘সি’ - ২৭ জুন - আটলান্টা
উরুগুয়ে বনাম বলিভিয়া - গ্রুপ ‘সি’ - ২৭ জুন - ইস্ট রাদারফোর্ড
ব্রাজিল বনাম বলিভিয়া - গ্রুপ ‘ডি’ - ২৮ জুন - লাস ভেগাস
কলম্বিয়া বনাম কোস্তারিকা/ হন্ডুরাস - গ্রুপ ‘ডি’ - ২৮ জুন - গ্লেনডেল
তৃতীয় পর্ব
আর্জেন্টিনা বনাম পেরু - গ্রুপ ‘এ’ - ২৯ জুন - মিয়ামি
চিলি বনাম কানাডা/ত্রিনদাদ - গ্রুপ ‘এ’ - ২৯ জুন - অরলান্ডো
মেক্সিকো বনাম ইকুয়েডর - গ্রুপ ‘বি’ - ৩০ জুন - গ্লেনডেল
জামাইকা বনাম ভেনেজুয়েলা - গ্রুপ ‘বি’ - ৩০ জুন - অস্টিন
যুক্তরাষ্ট্র বনাম উরুগুয়ে - গ্রুপ ‘সি’ - ১ জুলাই - কানসাস সিটি
পানামা বনাম বলিভিয়া - গ্রুপ ‘সি’ - ১ জুলাই - অরলান্ডো
ব্রাজিল বনাম কলম্বিয়া - গ্রুপ ‘ডি’ - ২ জুলাই - সান্তাক্লারা
প্যারাগুয়ে বনাম কোস্তারিকা/ হন্ডুরাস - গ্রুপ ‘ডি’ - ২ জুলাই - অস্টিন
আগামী কোপা আমেরিকা হবে ১৬ দল নিয়ে। চার গ্রুপে থেকে পয়েন্ট টেবিলের ভিত্তিতে দুটি করে মোট আট দল কোয়ার্টার ফাইনালে যাবে।
এএন/০৫