খেলা ডেস্ক
ডিসেম্বর ০৭, ২০২৩
০২:১২ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৭, ২০২৩
০২:১২ পূর্বাহ্ন
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) মঙ্গলবার রাতে ম্যাচের অতিরিক্ত সময়ের ৬ মিনিটেও দুই দলের সমর্থকদের মধ্যে ছিল সমান উত্তেজনা। কারণ, তখনো ৩-৩ গোলে সমতায় ছিল আর্সেনাল-লুটন টাউনের মধ্যকার ম্যাচটি। এরপর পুরোপুরি বদলে যায় গ্যালারির চিত্র। ৭ মিনিটের (৯০+৭) মাথায় আর্সেনাল মিডফিল্ডার ডেকলান রিসির দুর্দান্ত হেডে লুটনের দর্শকদের নিস্তব্ধ করে ৪-৩ ব্যবধানের ম্যাচ জিতে নেয় আর্সেনাল। গানারদের সমর্থকরা তখন মত্ত বিজয়োলস্নাসে।
শেষ মুহূর্তে ইংলিশ তারকার দুর্দান্ত গোলে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান আরও মজবুত করল আর্সেনাল। ৫ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষেই থাকল ক্লাবটি। ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। রাতের আরেক ম্যাচে মলিনেয়াক্সে হুয়াং হি-চ্যানের গোলে বার্নলিকে ১-০ গোলে হারিয়েছে উলভারহ্যাম্পটন। ৪১ মিনিটে মাথিয়াস কুনহার অ্যাসিস্টে হুয়াং জয়সূচক গোলটি করেন। মৌসুমের এটি হুয়াংয়ের নবম গোল। গত ৯ ম্যাচে অষ্টম পরাজয়ের বার্নলি এখনো টেবিলের তলানির দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। এদিকে আগস্টের পর প্রথমবারের মতো কোনো গোল হজম না করা উলভারহ্যাম্পটন টেবিলের ১২তম স্থানে উঠে এসেছে।
আওয়ে ম্যাচে আর্সেনালের হয়ে গোল উৎসবের শুরুটা করেছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল মার্টিনেলিস্ন। ম্যাচের ২০তম মিনিটের মাথায় বুকায়ো সাকার পাস থেকে বল ৃিনয়ে লুটনের জালে জড়িয়ে দেন আর্সেনাল ফরোয়ার্ড। এর মাত্র ৫ মিনিট পর গাব্রিয়েল ওসোর গোলে সমতায় ফেরে লুটন। বিরতিতে যাওয়ার আগমুহূর্তে আরেক ব্রাজিলিয়ান গাব্রিয়েল জেসুসের গোলে আবারও ২-১ এগিয়ে যায় গানাররা। ম্যাচের দ্বিতীয়ার্ধে নেমে ৪৯ মিনিটে লুটনকে ২-২ গোলে সমতায় ফেরান ইলিজা এডেবায়ো। এরপর ৫৭তম মিনিটে রস বার্কলির গোলে ৩-২ ব্যবধানে এগিয়েই যায় লুটন।
তবে তিন মিনিট পরই আর্সেনালকে ৩-৩ গোলে সমতায় ফেরান কাই হ্যাভার্টজ। এরপর জয়সূচক গোল করতে মরিয়া হয়ে উঠে দুই দল। তবে শেষ হাসি ফুটে আর্সেনালের মুখেই। শেষ মুহূর্তের গোলে ম্যাচটি জিতে নেয় তারা। ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ১৫ ম্যাচ খেলে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল এবং ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। অপরদিকে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের নিচের দিক থেকে ১৭তম স্থানে আছে লুটন টাউন।
এএন/০৪