নবীগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২১, ২০২৫
০৩:৪১ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২১, ২০২৫
০৩:৪৪ অপরাহ্ন



নবীগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

নবীগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গলায় ফাঁস দিয়ে জুলেখা বেগম (৩৫) নামে এক নারী আত্মহত্যা করেছেন।

সোমবার দিবাগত রাত (২১ অক্টোবর) আনুমানিক সাড়ে ৩টার দিকে এ ঘটনাটি ঘটে। তিনি উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চানপুর (পালের বাজার) গ্রামের জালাল মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে নিজ ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন জুলেখা বেগম। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার করার চেষ্টা চালান, তবে ততক্ষণে তিনি মারা যান।

খবর পেয়ে নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন মিয়া বলেন, ‘জুলেখা বেগম মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন এবং সেই কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জিসি / ০৫