তত্ত্বাবধায়ক ফেরাতে আপিল শুনানি বুধবার আবারও

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২১, ২০২৫
০৩:১৪ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২১, ২০২৫
০৩:১৮ অপরাহ্ন



তত্ত্বাবধায়ক ফেরাতে আপিল শুনানি বুধবার আবারও

তত্ত্বাবধায়ক ফেরাতে আপিল শুনানি বুধবার আবারও


তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে পুনরায় আপিলের ওপর শুনানি বুধবার (২২ অক্টোবর) পর্যন্ত মুলতবি করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 

মঙ্গলবার (২১ অক্টোবর) প্রথম দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মামলার বিষয়ে শুনানি শুরু করেন অ্যাডভোকেট ড. শরীফ ভুঁইয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।

শুনানিকালে অ্যাডভোকেট ড. শরীফ ভুঁইয়া সংবিধান ব্যাখ্যা করার পদ্ধতি এবং সংবিধান সংশোধনী করে কীভাবে বিগত নির্বাচনগুলোর মাধ্যমে দেশে সঙ্কট তৈরি হয়েছিলো সেসব বিষয় তুলে ধরেন।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানের মৌলিক কাঠামো। এই ব্যবস্থা বাতিল করে গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। তাই জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা দরকার বলে দেশের সর্বোচ্চ আদালতকে জানিয়েছি।

এর আগে গত ২৭ আগস্ট আপিলের অনুমতি দিয়ে ২১ অক্টোবর শুনানির দিন ধার্য সর্বোচ্চ আদালত। ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত হয় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা। এর বৈধতা চ্যালেঞ্জ করে এম সলিম উল্লাহসহ তিন আইনজীবী রিট করেন ১৯৯৮ সালে। হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ ২০০৪ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে সংবিধানসম্মত ও বৈধ ঘোষণা করে রায় দেন। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন ২০১১ সালে।

জিসি / ০৩