অগ্নিকাণ্ড : শিক্ষক-কর্মচারীদের সতর্ক থাকতে বলল মাউশি

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২০, ২০২৫
১১:৩১ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২০, ২০২৫
১১:৩৫ পূর্বাহ্ন



অগ্নিকাণ্ড : শিক্ষক-কর্মচারীদের সতর্ক থাকতে বলল মাউশি

অগ্নিকাণ্ড : শিক্ষক-কর্মচারীদের সতর্ক থাকতে বলল মাউশি


দেশের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নি দুর্ঘটনা এড়াতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সতর্ক থাকতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। শিক্ষাপ্রতিষ্ঠান বা অফিস থেকে বের হওয়ার আগে রুমের বৈদ্যুতিক সুইচগুলো ও এসির প্লাগ বিচ্ছিন্ন করতে বলা হয়েছে তাদের।

রাজধানীসহ কয়েকটি স্থানে গত কয়েক দিনে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। এ অবস্থায় রবিবার সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাঠ পর্যায়ের শিক্ষা অফিসগুলোকে এ সতর্কবার্তা দেওয়া হয়।

মাউশির প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেনের স্বাক্ষর করা নোটিশে অধিদফতরের আওতাধীন

সব দফতরশিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নি দুর্ঘটনা এড়াতে কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদেরকে অফিস ত্যাগ করার সময় নিজ নিজ রুমের বৈদ্যুতিক সুইচ, লাইট, ফ্যান, কম্পিউটার বন্ধ করাএসির প্লাগ খুলে রাখার বিষয়টি নিশ্চিত করে সতর্কতামূলক ভূমিকা পালন করার জন্য অনুরোধ করা হয়

নোটিশটি সরকারি-বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক, সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ, জেলা উপজেলা শিক্ষা অফিস ও মাউশির আঞ্চলিক কার্যালয়গুলোতে পাঠিয়েছে মাউসি।

প্রসঙ্গত, সম্প্রতি মিরপুরের শিয়ালবাড়ির রাসায়নিকের গুদামে আগুনে ১৬ জন নিহত হন। এরপর চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি কারখানায় আগুন লাগে। আর সবশেষে গত শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়।

জিসি / ০৩