মোহামেডান ও বসুন্ধরা কিংস সেমিফাইনালে

খেলা ডেস্ক


ডিসেম্বর ০৬, ২০২৩
০১:৫৬ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৬, ২০২৩
০১:৫৬ পূর্বাহ্ন



মোহামেডান ও বসুন্ধরা কিংস সেমিফাইনালে
স্বাধীনতা কাপ ফুটবল


স্বাধীনতা কাপের সেমিফাইনালে উঠেছে মোহামেডান ও বসুন্ধরা কিংস। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে মঙ্গলবার প্রতিযোগিতার তৃতীয় কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে ১-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে  মোহামেডান। অতিরিক্ত সময়ে মোজাফ্ফর ফ্রি কিক থেকে করেন ম্যাচের ভাগ্য নির্ধারণী গোলটি। সেমিফাইনালে মোহামেডানের প্রতিপক্ষ রহমতগঞ্জ।

টুর্নামেন্টের শেষ কোয়ার্টার ফাইনালে সেনাবাহিনীকে হারিয়ে শেষ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস। মঙ্গলবার কিংস অ্যারেনায় সেনাদলকে ২-১ গোলে হারিয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। আগামী ১৫ ডিসেম্বর ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে তারা আবাহনীর। 

এএন/০৪