বুকার জিতলেন ‘প্রফেট সং’ লেখক পল লিঞ্চ

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২৭, ২০২৩
০৯:০৭ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৭, ২০২৩
০৯:০৭ অপরাহ্ন



বুকার জিতলেন ‘প্রফেট সং’ লেখক পল লিঞ্চ


আইরিশ লেখক পল লিঞ্চ তার উপন্যাস ‘প্রফেট সং’-এর জন্য ২০২৩ সালের মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার জিতেছেন। প্রফেট সং পল লিঞ্চের পঞ্চম বই এবং তিনি এটি চার বছর ধরে লিখেছেন।

পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়ায় লন্ডনের ওল্ড বিলিংসগেটে মঞ্চে দাঁড়িয়ে পল লিঞ্চ বলেন, বুকার পুরস্কার আয়ারল্যান্ডে ফিরিয়ে নিতে পেরে তিনি আনন্দিত। লিমেরিকে জন্ম নেওয়া এবং বর্তমানে ডাবলিনে বসবাস করা এই লেখকের ভাষ্য, এমন একটি উপন্যাস লেখাটা মোটেই সহজ ছিল না।

পুরস্কারের অর্থ হিসেবে পাওয়া ৫০ হাজার পাউন্ডের কিছু অংশ বন্ধকী সম্পত্তি মুক্ত করতে ব্যয় করবেন বলেও জানিয়েছেন তিনি। 

সিরিয়া যুদ্ধ এবং শরণার্থী সঙ্কটে অনুপ্রাণিত হয়ে লেখা ‘প্রফেট সং’ উপন্যাসে উঠে এসেছে আয়ারল্যান্ডের ডাবলিনের একটি পরিবারের গল্প। দীর্ঘদিন ধরে যে গণতান্ত্রিক নিয়মরীতির মধ্যে পরিবারটি বেড়ে উঠেছে, হারিয়ে যেতে বসা সেই ব্যবস্থায় মানিয়ে নিতে পরিবারটির কঠিন লড়াইয়ের কথা উঠে এসেছে উপন্যাসে।

উপন্যাসটির বিশেষ বৈশিষ্ট্য এতে কোনো অনুচ্ছেদের বিরতি নেই। বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাপূর্ণ পুরষ্কার হিসেবে বিবেচিত বুকার যে কোনো দেশের কথাসাহিত্যেকের জন্য উন্মুক্ত। প্রতি বছর ইংরেজি ভাষার শ্রেষ্ঠ উপন্যাসটিকে এ পুরষ্কারে ভূষিত করা হয়।


এএফ/১৬