সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ২৫, ২০২৩
০৬:২৮ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৫, ২০২৩
০৬:২৮ পূর্বাহ্ন
রাজধানীতে ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার দাবিতে গানের মিছিল করেছেন লেখক, শিল্পী, শিক্ষক ও সাংবাদিকরা। শুক্রবার বিকেলে শাহবাগ মোড় থেকে গুলিস্তানের নুর হোসেন চত্বর অভিমুখে কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহ কপাট’ গানের তালে তালে তারা মিছিল শুরু করেন। তবে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে তাদেরকে আটকে দেয় পুলিশ। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মসূচি শেষ করেন আয়োজকেরা।
কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহকপাট, শিকল পরার ছল, দুর্গম গিরি কান্তার’সহ বিভিন্ন গান গেয়ে প্রতিবাদ জানান তারা। গানের মিছিলে ‘ভোটাধিকার আমার মত প্রকাশের অধিকার’, ‘কণ্ঠে মেলাও সুর; দুঃশাসন হবে দূর’, ‘ভোটাধিকার নাই, নাগরিক অধিকারও নাই’ ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহিদ নূর হোসেনের ছবি হাতে অংশ নেন তারা।
সমাবেশে নৃবিজ্ঞানী, গবেষক ও অ্যাক্টিভিস্ট রেহনুমা আহমেদ বলেন, ‘কোনো ধরনের নৈতিক শক্তি কিংবা জনসমর্থন— এর কোনোটাই এই সরকারের নেই বলেই তারা এতটা ভয় পায়। আর এই যে পুলিশ গানের মিছিল নিয়ে আমাদের এগিয়ে যেতে দেয়নি, তাতে স্পষ্টই বোঝা যায় যে এরা সিন্ডিকেটের পুলিশ। এরা কোনোভাবেই জনগণের সুরক্ষা কিংবা আইনশৃঙ্খলা রক্ষার জন্য নিয়োজিত না।’
কবি সাখাওয়াত টিপু বলেন, দেশের সার্বিক পরিস্থিতি সবাই অবগত। একটি একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে দেশ, হয়তো নির্বাচনও হয়ে যাবে। লেখক হিসেবে আমরা মনে করি, দেশে গণতান্ত্রিক অবস্থা থাকা উচিত। অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমরা। প্রত্যেক নাগরিক যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন— এ সাংস্কৃতিক জাগরণের জন্যই আমাদের এ কর্মসূচি।
প্রতিবাদী এ গানের মিছিলে উপস্থিত ছিলেন সংগীত শিল্পী অরূপ রাহী, লেখক রাখাল রাহা, সংগীত শিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান, আনা নাসরিন, কথাসাহিত্যিক ও সাংবাদিক মাহবুব মোর্শেদ, কথাসাহিত্যিক ও সাংবাদিক সালাহ উদ্দিন শুভ্র ও এহসান মাহমুদ, প্রকাশক সাঈদ বারী, প্রকাশক মাহবুব রাহমান, কবি ফেরদৌস আরা রুমী প্রমুখ।
এএন/০১/২৫১১২৩