অবশেষে ৫ ঘণ্টা পর সিলেটে স্বাভাবিক হলো গ্যাস সরবরাহ

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৭, ২০২৩
০৪:৩৪ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৭, ২০২৩
০৪:৩৪ পূর্বাহ্ন



অবশেষে ৫ ঘণ্টা পর সিলেটে স্বাভাবিক হলো গ্যাস সরবরাহ


সিলেট মহানগরের মেজরটিলা বাজারে সঞ্চালন পাইপে দুর্ঘটনা ঘটার কারণে সোমবার (৬ নভেম্বর) বিকাল থেকে বেশ কয়েকটি এলাকায় ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিলো। পাইপ লাইন মেরামত করে রাত ১০টার দিকে সরবরাহ স্বাভাবিক হয়। 

এর আগে বিকাল সোয়া ৩টার দিকে মহানগরের মেজরটিলায় সিলেট-তামাবিল সড়কের পাশে সিলেট সিটি করপোরেশনের পানির লাইনের কাজ করার সময় গ্যাস সঞ্চালনের পাইপে এক্সেভেটরের আঘাত লাগলে পাইপ ফেটে প্রবল বেগে গ্যাস বের হতে শুরু করে। 

খবর পেয়ে জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)-এর কর্মকর্তা-কর্মচারী ঘটনাস্থলে ছুটে এসে বাঁশ দিয়ে সিলেট-তামাবিল সড়কে যান চলাচল বন্ধ করেন। পরে পৌনে ৫টার দিকে পাইপের গ্যাস সঞ্চালন বন্ধ করা হয় এবং সোয়া ৫টার দিকে যান এ সড়কে চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, সিলেট-তামাবিল সড়কের পাশ দিয়ে যাওয়া গ্যাস সঞ্চালন লাইন ব্ন্ধ রাখায় মহানগরের খাদিম, টিলাগড়, মিরাবাজার, শিবগঞ্জ, সাদিপুর, সেনপাড়া, বালুচর, মেজরটিলা, খারপাড়া, মিরাপাড়া ও টুলটিকর এলাকায় বিকাল পৌনে ৫টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

এসময় জেজিটিডিএসএল’র এক কর্মকর্তা  বলেন- এটি মূল সঞ্চালন লাইন। এটি মেরামত করতে সময় লাগবে। 

সিসিকের শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, মেজরটিলা বাজারে পানির পাইপ স্থাপনের কাজ করা হচ্ছে। বিকাল সোয়া ৩টার দিকে মাটি কাটার মেশিনের (এক্সেভেটর) আঘাতে গ্যাসের পাইপ ফেটে গিয়ে প্রবল বেগে গ্যাস বের হতে থাকে। মুহুর্তে আতঙ্ক ছড়িয়ে বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে। 

এসই/০৩