সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০৬, ২০২৩
১১:৫৫ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০৭, ২০২৩
০৩:৪০ পূর্বাহ্ন
সিলেট-তামাবিল সড়কে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ সোমবার (৬ নভেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে মহাসড়কটিতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বিকাল সোয়া ৩টার দিকে মহানগরের মেজরটিলায় রাস্তার পাশে সিলেট সিটি করপোরেশনের পানির লাইনের কাজ করার সময় গ্যাস সঞ্চালনের পাইপে এক্সেভেটরের আঘাত লাগলে পাইপ ফেটে প্রবল বেগে গ্যাস বের হওয়ায় সিলেট-তামাবিল সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়।
জানা গেছে, মেজরটিলা বাজারে পানির পাইপ স্থাপনের কাজ করা হচ্ছে। বিকাল সোয়া ৩টার দিকে মাটি কাটার মেশিনের (এক্সেভেটর) আঘাতে গ্যাসের পাইপ ফেটে গিয়ে প্রবল বেগে গ্যাস বের হতে থাকে। মুহুর্তে আতঙ্ক ছড়িয়ে বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে।
জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)-এর কর্মকর্তা-কর্মচারী ঘটনাস্থলে ছুটে এসে বাঁশ দিয়ে সিলেট-তামাবিল সড়কে যান চলাচল বন্ধ করেন। পরে পৌনে ৫টার দিকে পাইপের গ্যাস সঞ্চালন বন্ধ করা হয়।
এদিকে, ঘটনাস্থলে আসা জেজিটিডিএসএল’র ডিজিএম আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।
এএফ/১০