সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০৬, ২০২৩
০৯:৪৭ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০৬, ২০২৩
১১:৫৫ অপরাহ্ন
মহানগরের মেজরটিলায় রাস্তার পাশে সিলেট সিটি করপোরেশনের পানির লাইনের কাজ করার সময় গ্যাস সঞ্চালনের পাইপে এক্সেভেটরের আঘাত লাগলে পাইপ ফেটে প্রবল বেগে গ্যাস বের হচ্ছে। এতে করে সিলেট-তামাবিল সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
আজ সোমবার (৬ নভেম্বর) বিকাল সোয়া তিনটার দিকে মেজরটিলা বাজারে এ ঘটনা ঘটে।
এ প্রতিবেদন লেখার সময় (বিকাল সোয়া ৪টা) পর্যন্ত রাস্তায় বাঁশ দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং এখনো গ্যাস বের হচ্ছে।
সিসিকের শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, মেজরটিলা বাজারে পানির পাইপ স্থাপনের কাজ করা হচ্ছে। বিকাল সোয়া ৩টার দিকে মাটি কাটার মেশিনের (এক্সেভেটর) আঘাতে গ্যাসের পাইপ ফেটে গিয়ে প্রবল বেগে গ্যাস বের হতে থাকে। মুহুর্তে আতঙ্ক ছড়িয়ে বাজারের ব্যবসায়ী ও পথচারীদের।
খবর পেয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ঘটনাস্থলে ছুটে এসে বাঁশ দিয়ে সিলেট-তামাবিল সড়কে যান চলাচল বন্ধ করেন। তবে সোয়া ৪টা পর্যন্ত এ লাইনে গ্যাস সঞ্চালন বন্ধ করা হয়নি। ফলে তখন পর্যন্ত প্রবল বেগে ধোঁয়া বের হতে দেখা যায়।
এএফ/০৭