সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০৬, ২০২৩
০৯:৩৮ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০৭, ২০২৩
০৫:০২ পূর্বাহ্ন
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রথম নির্বাচনী জনসভা সিলেটে অনুষ্ঠিত হবে। সিলেট থেকেই তিনি আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন।’
আজ সোমবার (৬ নভেম্বর) দুপুরে সিলেটের বালাগঞ্জে বড়ভাঙ্গা নদীর উপর নির্মিতব্য দু’টি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে সেতুমন্ত্রী বলেন, ‘সিলেটি প্রবাসীদের অবদান শেখ হাসিনা স্বীকার করেন। তাদের মূল্যায়ন করেন তিনি। এছাড়া সিলেটের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে বর্তমান আওয়ামী লীগ সরকার।’
বালাগঞ্জে বড়ভাঙ্গা নদীর উপর নির্মিতব্য দু’টি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। কিন্তু অনিবার্য কারণবশত রবিবার রাতে হঠাৎ করে সিলেট সফর বাতিল করেন তিনি।
এএফ/০৬