অবরোধের দ্বিতীয় দিনে নগরে স্বেচ্ছাসেবক দলের মিছিল, পিকেটিং

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৬, ২০২৩
০৬:০৭ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৬, ২০২৩
০৬:০৭ অপরাহ্ন



অবরোধের দ্বিতীয় দিনে নগরে স্বেচ্ছাসেবক দলের মিছিল, পিকেটিং


সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির চলমান আন্দোলনের অংশ হিসেবে ডাকা ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি দ্বিতীয় দিনে নগরে মিছিল ও পিকেটিং করেছে স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর।

আজ সোমবার (৬ নভেম্বর) সকালে নগরে এই মিছিল বের করা হয়।

স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগরের আহবায়ক মাহবুবুল হক চৌধুরীর নেতৃত্বে মিছিলে অংশ নেন মহানগর বিএনপির নেতা সৈয়দ মঈন উদ্দিন সোহেল, সাদিকুর রহমান, মাসুম রাজ্জাক, আবু আহমদ আনসারী, আব্দুল হাসিম জাকারিয়া, রুনু আহমদ, সৈয়দ আমীর আলী, আজিজ খান সজীব প্রমুখ।

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগরের সুবিদবাজার এলাকায় সাগরদিঘি-সুবিদবাজার মোড়ে পিকেটিং করে।

এসময় স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগরের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী বলেন, ‘সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাঠে নেমেছেন। জনগণকে সঙ্গে নিয়ে েএ সরকারের পতন না করে তারা ঘরে ফিরবেন না।’


এএফ/০৫