সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০৬, ২০২৩
০৪:৩৬ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৬, ২০২৩
০৪:৪৬ পূর্বাহ্ন
সিলেট নগরের চৌহাট্টা এলাকায় সরকারি আলিয়া মাদ্রাসার সামনে ফুটপাত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কোতোয়ালি থানাধীন শাহজালাল তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী মাহমুদ।
তিনি বলেন, ‘লাশটি অজ্ঞাত এক পুরুষের। বয়স আনুমানিক ৫০। প্রাথমিক ধারণা করা হচ্ছে- এটি স্বাভাবিক মৃত্যু। স্থানীয়রা বলেছেন- ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন অবস্থায় এ এলাকায় ঘুরাফেরা করতেন। লাশটির পরিচয় শনাক্তকরণে কাজ করছে সংশ্লিষ্টরা। বর্তমানে লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লাশের ময়না তদন্ত করা হবে।’
এএফ/২১