ওসমানীনগর প্রতিনিধি
নভেম্বর ০৬, ২০২৩
০৩:৩৮ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৬, ২০২৩
০৩:৩৮ পূর্বাহ্ন
বিএনপি-জামায়াতের ডাকা দেশব্যাপী ৪৮ ঘন্টা অবরোধের প্রথম দিন সিলেটের ওসমানীনগর থেকে বিএনপি ও ছাত্রদলের ৪ জনকে আটক করেছে পুলিশ।
আজ রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুরুয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল কবির চৌধুরী সোহেল, মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, ওসমানীনগর উপজেলা বিএনপির সদস্য সোহেল আহমদ।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আমীন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটকরা সঙ্গবদ্ধভাবে নাশকতার পরিকল্পনা করছেন-এমন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।
আগামীকাল সোমবার সকালে তাদের সিলেটের আদালতে প্রেরণ করা হবে।
এএফ/১৯