অবরোধে দক্ষিণ সুরমায় গাড়িতে পেট্রোল বোমা মেরে আগুন, আটক ১

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ০৫, ২০২৩
০৫:০৮ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৬, ২০২৩
০৩:১০ পূর্বাহ্ন



অবরোধে দক্ষিণ সুরমায় গাড়িতে পেট্রোল বোমা মেরে আগুন, আটক ১


বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে আজ সকাল থেকেই সিলেটের বিভিন্ন স্থানে সড়কে বিক্ষিপ্তভাবে পিকেটিং করছেন নেতাকর্মীরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে, গাছ ফেলে অবরোধ করছেন অবরোধকারীরা। দক্ষিণ সুরমার পারাইরচকে একটি খাদ্যপণ্য বহনকারী পিকআপে আগুন দেওয়ার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। 

আজ রবিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক জলকরকান্দি এলাকায় একটি খাদ্যপণ্যবাহী পিকআপ ভ্যানে আগুন দেন বিএনপি-জামায়াত নেতাকর্মীরা। এ সময় পুলিশ ধাওয়া করে এক পিকেটারকে আটক করে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, পারাইরচক জলকরকান্দি এলাকায় একটি খাদ্যপণ্যবাহী পিকআপ ভ্যানে পিকেটাররা ইট-ঢিল ছুঁড়ে গতিরোধ করে। পরে নিক্ষেপ করে পেট্রোল বোমা। এসময় গাড়ির সামনের অংশ পুড়ে যায়। 

খবর পেয়ে দ্রুত মোগলাবাজার থানাপুলিশ ঘটনাস্থলে এসে ধাওয়া করে একজনকে আটক করে। তাৎক্ষণিকভাবে আটককৃতের নাম-ঠিকানা জানা যায়নি।

বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম। তিনি বলেন, ‘গাড়িতে আগুন দেওয়ায় একজনকে আটক করা হয়েছে। তবে নাম পরিচয় এখনই বলা যাচ্ছে না।’


এএফ/০৪