মিশফাক আহমেদ মিশুর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৫, ২০২৩
০৫:২৮ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৫, ২০২৩
০৬:০২ অপরাহ্ন



মিশফাক আহমেদ মিশুর প্রথম মৃত্যুবার্ষিকী আজ


মঞ্চ ও টিভি অভিনেতা, সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাবেক সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশুর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। 

গত বছরের এই দিনে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর।

মিশফাক আহমেদ ৮০ ও ৯০ দশকের জনপ্রিয় টিভি মডেল ছিলেন। একই সঙ্গে অভিনয় করতেন মঞ্চ নাটকেও। ২০১৬ সাল থেকে তিনি সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতির দায়িত্বপালন করছিলেন। এছাড়া তিনি সিলেট মহানগর জাসদের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

করোনাকালীন এবং সিলেটের ভয়াবহ বন্যায় সংস্কৃতিকর্মীদের ‘কলের গাড়ি’র মাধ্যমে খাদ্য ও ত্রাণ সহায়তার অন্যতম উদ্যোক্তা ছিলেন তিনি।


এএফ/০১