সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০৪, ২০২৩
০৯:৫৬ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০৪, ২০২৩
০৯:৫৬ অপরাহ্ন
সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল রবিবার থেকে ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু হচ্ছে। কর্মসূচির সমর্থনে সিলেট নগরে মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর।
আজ শনিবার (৪ নভেম্বর) দুপুরে নগরে এই মিছিল বের করা হয়।
স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগরের আহবায়ক মাহবুবুল হক চৌধুরীর নেতৃত্বে মিছিলে অংশ নেন মহানগর বিএনপির নেতা সৈয়দ মঈন উদ্দিন সোহেল, সাদিকুর রহমান, মাসুম রাজ্জাক, আবু আহমদ আনসারী, আব্দুল হাসিম জাকারিয়া, রুনু আহমদ, সৈয়দ আমীর আলী, আজিজ খান সজীব প্রমুখ।
এএফ/১১