ঢাকায় পুলিশ সদস্য হত্যা মামলায় সিলেটে যুবদল নেতা গ্রেপ্তার

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৪, ২০২৩
০৭:৫১ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৪, ২০২৩
১১:২২ অপরাহ্ন



ঢাকায় পুলিশ সদস্য হত্যা মামলায় সিলেটে যুবদল নেতা গ্রেপ্তার


গত ২৮ অক্টোবর ঢাকায় বিভিন্ন রাজনৈতিক দলের মহাসমাবেশ চলাকালে পুলিশ সদস্য আমিরুল ইসলাম হত্যার ঘটনায় করা মামলায় সিলেট থেকে আনসার উদ্দিন নামে এক যুবদলের নেতাকে গ্রেপ্তার করছে র‍্যাব-৯।

আনসার সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি।

শুক্রবার (৩ নভেম্বর) সকালে সিলেট থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯। দুপুরে এ তথ্য জানান র‍্যাব মিডিয়া সেন্টারের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, ‘আনসার উদ্দিন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি। আনসার উদ্দিন পুলিশ হত্যা মামলার ৮৫ নম্বর এজাহারভুক্ত আসামি।’



এএফ/০৪