সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০৩, ২০২৩
১২:৫১ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৩, ২০২৩
১২:৫২ পূর্বাহ্ন
বিএনপি ও জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিনে সিলেটের দক্ষিণ সুরমায় পুলিশের ধাওয়া খেয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা দিলু আহমেদ জিলু (৪০) নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার (১ নভেম্বর) রাতে নিহতের ভগ্নিপতি সোহেল আহমদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম)।
দিলু আহমেদ জিলু গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
এদিকে নিহত জিলুর ময়নাতদন্ত শেষে লাশ বুধবার দুপুরে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয় এবং বিকালে জানাযা শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
জিলুর মৃত্যুর প্রতিবাদে বুধবার সিলেট বিভাগে অবরোধের পাশাপাশি হরতালও পালন করে যুবদল।
এএফ/১২